আপনি যখন মাল্টিমিডিয়া ক্লাস কন্টেন্ট বানাবেন, সেই কন্টেন্ট গুলো আপনার ছাত্র/ ছাত্রীদের সাথে শেয়ার করতে ব্যাবহার করতে পারেন ইউটিউব প্লাটফর্ম, কিভাবে ইউটিউবকে কাজে লাগিয়ে আপনার কন্টেন্ট কে আরও বেশি প্রচার করতে পারবেন তা শিখানো হবে এই কোর্সে। শুধু কন্টেন্ট প্রচার নয়, আপনি কিভাবে এই কন্টেন্ট গুলো কাজে লাগিয়ে ইউটিউব থেকে আয় করতে পারেন যে আয় টা হবে লাইফ টাইম।
যা থাকছে এই কোর্সে
১। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন।
২। কিভাবে ইউটিউব চ্যানেল সুন্দর করে সাজাবেন।
৩। কিভাবে ইউটিউব চ্যানেল এর লোগো, ব্যানের খুব সুন্দর করে সহজে বানাবেন।
৪। কিভাবে ভিডিও আপলোড করবেন
৫। কিভাবে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন যোগ করবেন।
৬। কিভাবে ট্যাগ যোগ করবেন।
৭। কিভাবে বেশি বেশি প্রচার করবেন।
৮। ইউটিউব থেকে আয় করার সব কিছু কিভাবে সেটআপ করবেন।
আরও অনেক কিছু থাকছে ইউটিউব এর এই পর্বে, তাছাড়া আপনাদের জিজ্ঞাসার উপরে থাকছে নতুন নতুন ভিডিও