বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম দিক হল ডিজিটাল পাঠদান, বাংলাদেশ দরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম চালু করেছেন। তার সাথে সাথে সব শ্রেণির শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে মাল্টিমিডিয়া ক্লাস নেয়া শিখার জন্য, মাল্টিমিডিয়া ক্লাস নেয়ার জন্য সব চেয়ে জরুরী যে বিষয়টি সেটি হল মাল্টিমিডিয়া ক্লাস কন্টেন্ট তৈরি করা। আমরা আপনাকে সাহায্য করব কিভাবে আপনি মাল্টিমিডিয়া ক্লাস কন্টেন্ট বানাবেন, আমাদের পাঠদান অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে প্রস্তুত করা হয়েছে। আপনি অনেক সহজে শিখতে পারবেন যদি আপনার কম্পিউটার জ্ঞান শূন্যও হয়।
যা থাকবে এই কোর্সে : -
১। পাওয়ার পয়েন্ট এর সব গুলো টুলস কোনটা কিভাবে কাজ করে , সব গুলো বলতে যে গুলো কাজে লাগবে সেই গুলো ই
২। কিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইড বানাবেন।
৩। পাওয়ার পয়েন্ট স্লাইডে কিভাবে কন্টেন্ট যোগ করবেন।
৪। স্লাইড কিভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করবেন।
৫। কন্টেন্ট কালার কিভাবে যোগ করবেন।
৬। কন্টেন্টে কিভাবে ইমেজ যোগ করবেন।
৭। কন্টেন্টে কিভাবে ভিডিও যোগ করবেন।
৮। সম্পূর্ণ স্লাইড কিভাবে বানাবেন ।
৯। কিভাবে রেডি স্লাইড ব্যাবহার করবেন।
১০। স্লাইড বানানোর জন্য কিভাবে পাঠ্য বই এর ছবি এবং ডায়াগ্রাম খুজে পাবেন।
১১। স্লাইডে কিভাবে বিভিন্ন আইকন যোগ করবেন।
১২। কন্টেন্ট গুলোর সাথে কিভাবে আনিমেসান যোগ করবেন।
শুধু এই গুলোই নয়, একটি খুব সুন্দর স্লাইড তৈরি করতে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখনো হবে, সাথে বিভিন্ন ক্লাস এর লাইভ